আবদুল্লাহ তামিম: কাবা শরিফের গিলাফে পেট্রোল ঢেলে আগুন লাগানোর চেষ্টা করায় গণধোলাই ও গ্রেফতারের ঘটনা ঘঠেছিলো গত ৬ ফেব্রুয়ারি।
কিন্তু সে ঘটনার ছবি সামাজিক গণমাধ্যমে ভাইরাল হলেও ভিডিওটি প্রকাশ হয়নি এতদিন। ওই ঘটনার ভিডিওটি সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখে অভিযুক্তের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে সোশাল মিডিয়ায়।
পবিত্র কাবাঘরে আগুন লাগানোর চেষ্টা চালালে নিরাপত্তা কর্মীরা ওই ব্যক্তিকে গ্রেফতার করে।
ঘাতক ব্যক্তির গ্রেফতারের ভিডিওটি সামাজিক নেটওয়ার্কে প্রকাশ পাওয়ার পর সেটি ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওটি টুইটারেও প্রকাশ করা হয়েছে।
ভিডিওটিতে দেখা গেছে এক ব্যক্তি হঠাৎ কাবা শরিফের গিলাফে বোতল থেকে পেট্রোল ছুড়ে উচ্চস্বরে কথা বলছে।
প্রথমে কেউ কিছু বুঝে না ওঠলেও একটু পরেই তাওয়াফরত লোকজন বিষয়টি বুঝতে পারে এবং তাকে গণধোলাই ও পুলিশের কাছে তুলে দেয়।
অভিযুক্ত ব্যক্তি পেট্রোল ছুড়ে বলতে থাকে, হে হাজিরা এদিকে আসো, হে মুসলমানরা এদিকে আসো, এ কাবা আমি জ্বালিয়ে দেবো...।
তবে গ্রেফতারের সময় বলা হয়েছে, ব্যক্তিটির মানসিক সমস্যা রয়েছে, তখন উপস্থিত হাজিরা অবমাননাকর কাজের জন্য ওই ঘাতকের মৃত্যুর আবেদন জানিয়ে স্লোগান দিচ্ছিল।
এদিকে কাবা ঘরের বিশেষ নিরাপত্তা পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি কাবার গিলাফে আগুন দেয়ার পর নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করার চেষ্টা চালিয়েছিল।
ডেইলি পাকিস্তান থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ
তুর্কির কাসেম নানুতবি মাহমুদ আফেন্দির শিষ্য এরদোগান