বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

হজরত ইউসুফ আ.এর মাজারে ইসরায়েলের হামলা, আহত ৫০ ফিলিস্তিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পশ্চিম তীরের নাবলুসে অবস্থিত হজরত ইউসুফ আ. এর মাজারে হামলা করেছে ইসরায়েলি বাহিনী। এতে ৫০ জন ফিলিস্তিনি আহত হয়েছে। এছাড়াও সাত ফিলিস্তিনিকে আটক করে নিয়ে গেছে।

আইএমইএমসি নিউজের খবরে জানা যায়, মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর সঙ্গে বাসে করে বসতি স্থাপনকারীরাও সেখানে আসেন। ইসরায়েলি বাহিনী এসময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে তাজা গুলি, রাবার বুলেট ও গ্যাস বোমা ছোঁড়ে।

মেডিকেল সূত্রগুলো জানিয়েছে, নাবলুসের কেন্দ্রীয় সবজি মার্কেটে যাওয়ার সময় ইসরায়েলি সেনাদের ছোঁড়া গুলির আঘাতে আহত হয়েছেন নাজা গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহ মেরে।  তার ডান হাতে এবং তার ছেলের কাঁধে গুলি লাগে। পরে তাদের দুজনকেই রাফিদিয়া সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় সমভূমিতে অবস্থিত নাজা গ্রামের এই দুই ফিলিস্তিনি তাদের সবজি ও গবাদিপশু বিক্রির জন্য বাজারে যাচ্ছিলেন। এছাড়া ইসরায়েলি বাহিনীর গুলিতে একজন সাংবাদিকসহ আরও ২৬ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

ইয়ামিন আল্লান সামি নামের ১৪ বছর বয়সী এক কিশোরের মাথায় রাবার বুলেট লাগে। ১৮ বছর বয়সী আরেক কিশোর তারেক আব্দুল্লাহ নাবির ডান পায়ে একটি তাজা গুলি লাগে। এছাড়া ইসরায়েলি বাহিনীর ছোঁড়া কাঁদানে গ্যাসের কারণে কমপক্ষে ১৭ জন ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা নিতে হয়েছে।

উল্লেখ্য, স্থানীয় ফিলিস্তিনিরা বিশ্বাস করেন এটি ইউসুফ নবীর নয় বরং শেখ ইউসুফ দেউইকাত নামের একজন ধর্মীয় নেতার মাজার। তবে অন্যদের মতে, এটি হজরত ইউসুফ আ. এর মাজার।

এক বছরে ৭ মাস ২০ দিন বেড়েছে বাংলাদেশীদের গড় আয়ু

এসএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ