আওয়ার ইসলাম: ঘুষ গ্রহণের সময় ওয়াসা রাজস্ব জোন-৯ এর ফিল্ড অফিসার মো. জাহিদুর রহমানকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুপুরে রাজধানীর উত্তরার ৬নং সেক্টরের নিজ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা বিভাগীয় দুদক কার্যালয়ের পরিচালক মো. নাসিম আনোয়ার।
দুদক সূত্রে জানা যায়, তিন দিন আগে জাহিদুর রহমান উত্তরা ৬নং সেক্টরের ওয়াসা রাজস্ব জোন ৯ থেকে ৮নং জোনে বদলি হন।
৯নং জোনের একটি ফ্যাক্টরির পানির লাইন বিচ্ছিন্ন করার ভয় দেখিয়ে ৫ লাখ টাকা দাবি করেন তিনি। পরে ২ লাখ টাকায় রফা হয়। বিষয়টি ফ্যাক্টরির জমির মালিকের ম্যানেজার আশিক সাদেক চৌধুরী লিখিতভাবে দুদককে জানান।
পরে দুদকের টিম মঙ্গলবার ফাঁদ পেতে ঘুষের টাকাসহ জাহিদুর রহমানকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
‘গাজীপুর নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগের কোনো ভিত্তি নেই’