আওয়ার ইসলাম: আগামী নভেম্বর মাস থেকে ভারত ও চীনকে ইারানের কাছ থেকে তেল কেনার পরিমাণ শূন্যে নামিয়ে আনার আহবান জানিয়েছে মার্কিন প্রশাসন।
মার্কিন প্রশাসনের এ তৎপরতা এমন সময় দেখ গেলো যখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এক সংবাদ সম্মেলনে বলেছেন, ভারত কেবল জাতিসংঘের নিষেধাজ্ঞাকে অনুসরণ করে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নয়। দিল্লি তার নিজস্ব আমদানি নীতি মেনেই কাজ করে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারত ও চীনকে ক্রমাগত অনুরোধ জানানো হচ্ছে তারা যেন ইরানের কাছ থেকে তেল আমদানি সম্পূর্ণ বন্ধ করে দেয়।আর যুক্তরাষ্ট্র চায় দেশ দু’টি যেন তা বিনা প্রশ্নে মেনে নেয়।
উল্লেখ্য, আগামী মাস থেকেই তেহেরানের ওপর নতুন করে অর্থনৈতিক অবরোধ আরোপ করতে যাচ্ছে ওয়াশিংটন।
গত ১২মে ইরান ও কয়েকটি বিশ্বশক্তির সাথে করা পরমাণুচুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ধারাবাহিকতায় ইরানের ওপর নতুন করে অর্থনৈতিক অবরোধ দেয় যুক্তরাষ্ট্র।
সূত্র: ইয়ন নিউজ
গাজীপুর নির্বাচনে কে কত ভোট পেলো