আওয়ার ইসলাম: আগামী ১৩ জুলাই ঢাকায় আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ২ দিনের সফরে তিনি ঢাকায় আসবেন বলে জানা গেছে।
জানা গেছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের দ্বিপক্ষীয় বৈঠক হবে। এ বৈঠকে দুই দেশের নিরাপত্তা, সন্ত্রাস ও জঙ্গি প্রতিরোধ সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হবে।
সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীরও বৈঠক হওয়ার কথা রয়েছে।
এছাড়াও সফরে তিনি বারিধারায় একটি অভিজাত শপিং মলে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র উদ্বোধন করবেন।
রাজধানীর বেশ কয়েকটি আইভ্যাক সেন্টারে (ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার) ভারতীয় ভিসা আবেদন জমা নেওয়া হয়ে থাকে। তবে উদ্বোধন হতে যাওয়া নতুন ভিসা আবেদন সেন্টারই হবে সবচেয়ে বড় সেন্টার।
এই ভিসা আবেদন কেন্দ্রে কোনো ধরনের অ্যাপয়েন্ট ছাড়াই ভিসা আবেদন জমা নেওয়া হবে।
-আরআর