আওয়ার ইসলাম : মালয়েশিয়ার কোটা কিনাবালু শহরের প্রধান মসজিদের সামনে দাঁড়িয়ে হেলেদুলে নেচে সেটা নিজের মোবাইরের ক্যামেরায় ধারণ করেন দুই নারী। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়ে যায়।
এই ঘটনার পর কঠোর হয়েছে মসজিদ কর্তৃপক্ষ। জানা গেছে, মালয়েশিয়ার ওই মসজিদে পর্যটক নিষিদ্ধ করা হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হাফ প্যান্টের সঙ্গে টপস পরিহিত দুই নারী মসজিদ সংলগ্ন প্রাচীরে উঠে কোমর দুলিয়ে নাচছেন।
স্থানীয় কর্মকর্তাদের ধারণা, এই দুই নারী পূর্ব এশিয়া থেকে দেশটিতে ঘুরতে যাওয়া পর্যটক। ভিডিওতে একজন পথচারীকে বলতে শোনা যায়, কেন তারা প্রাচীর থেকে পড়ে যাচ্ছে না?
বিদেশি পর্যটকদের এ ধরনের অগ্রহণযোগ্য আচরণের নিন্দা জানিয়েছেন মসজিদের চেয়ারম্যান জামাল সাকারান। ওই মসজিদে সাময়িকভাবে পর্যটক নিষিদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
এখনো ওই নারীদের পরিচয় জানা যায়নি। সাবাহ প্রদেশের পর্যটনমন্ত্রী ক্রিশ্চিনা লিউ বলেন, মসজিদ প্রাঙ্গণে নাচের ব্যাপারে ওই দুই পর্যটক সম্ভবত অজ্ঞাত ছিলেন। সে কারণে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে না। কালের কণ্ঠ।
আরও পড়ুন : আরেকটি মসজিদের শহর, গল্পে গল্পে একাল সেকাল