আওয়ার ইসলাম : রয়টার্সের গবেষণা সংস্থা 'থমসন রয়টার্স'এর গবেষণায় দেখানো হয়েছে, মেয়েদের জন্য ভারত বিশ্বের সবচেয়ে বিজ্জনক দেশ ।
মেয়েদের স্বাস্থ্য, যৌন হয়রানি, লিঙ্গ বৈষম্য, নারী পাচার, নারী নির্যাতনকারী, সামাজিক প্রথা এসবের ভিত্তিতে করা সমীক্ষায় এমন তথ্য দিয়ে'থমসন রয়টার্স ফাউন্ডেশন'। পৃথিবীর ৫৫০জন বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতে করেন এই সমীক্ষা দাঁড় করানো হয়েছে। এক্ষেত্রে ছয়টি বিষয়কে বিশেষজ্ঞরা প্রাধান্য দিয়েছেন।
নারী নির্যাতন, কু-প্রথা ও যৌন হয়রানিতে ভারতের অবস্থান এক নম্বরে। অন্য সূচকে ভারত কোথাও ২ নম্বরে কোথাও ৩ নম্বরে। তবে ভারতের অনেকে এই সমীক্ষা মানতে নারাজ।
৭ বছর আগে শুরু করা থমসন রয়টার্স ফাউন্ডেশনের এ সমীক্ষায় সর্বপ্রথম এ তালিকায় মেয়েদের বসবাসের জন্য বিপদজ্জনক দেশ হিসেবে এক নম্বরে ছিল আফগানিস্তান। ভারত ছিল ৪ নম্বরে। কিন্তু ৭ বছরের ব্যবধানে ভারত এখন সবার ওপরে।
গাজীপুর সিটি নির্বাচন আপডেট; প্রাপ্ত ভোট
এসএস