আওয়ার ইসলাম : গাজীপুর সিটি নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে বলে দাবি করেছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। নির্বাচনের ভোট গ্রহণ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
তিনি সাংবাদিকদের বলেন, এ ভোট ডাকাতি গাজীপুরের ৮০ বছরের রেকর্ড ভেঙেছে।
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ৪’শর বেশি কেন্দ্রে ভোট জালিয়াতির অভিযোগ তুলে তিনি বলেন, বিএনপি নির্বাচন বয়কট না করার পেছনে মূল কারণ ছিল আওয়ামী লীগের মোখশ উন্মোচন করা।
তিনি অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্র দখল ও ভোট জালিয়াতির মাধ্যমে একচেটিয়াভাবে ভোট গ্রহণ হয়েছে গাজীপুরে। বিএনপির এজেন্টদের জোরপূর্বক কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে।
ভোটাররা স্বাধীনভাবে ভোট দিতে পারেনি বলেও অভিযোগ তুলেছেন তিনি। তিনি বলেছেন, এমন ভোট ইতোপূর্বে গাজীপুরবাসী দেখেনি। এমন নির্বাচনের মাধ্যমে কমিশনকে ধ্বংস করে দেয়া হয়েছে। এর আগে নির্বাচন চলাকালেই ভোট স্থগিতের দাবি করেছিলেন হাসান উদ্দিন সরকার।
নানুপুর মাদরাসার নতুন শাইখুল হাদিস মুফতি কুতুব উদ্দীন
এসএস