আওয়ার ইসলাম: ব্যাংক ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ‘বাগানবাড়ি’ ‘দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা’ আগামীকাল বুধবার নিলামে ওঠার কথা আছে।
বাড়িটি এম সাইফুর রহমানের আমলে সিলেট তথা বাংলাদেশের মধ্যে আলোচিত ছিল। এ অঞ্চলের মানুষের কাছে বাড়িটি এক নামে পরিচিত।
আইএফআইসি ব্যাংকের ৮৭ কোটি ৫৬ লাখ ১৭ হাজার ৮৬২.৭০ টাকা পরিশোধ না করার দায়ে বুধবার রিসোর্টটি নিলামে তোলার কথা।
একই সঙ্গে ব্যাংক থেকে টাকা নেয়ার জামানত হিসেবে দুসাই রিসোর্টের ১২৮৬.৫০ শতাংশ ভূমি অধিগ্রহণ করেছে কর্তৃপক্ষ।
সাইফুর রহমান মারা যাওয়ার পর তার ছেলে এম নাসের রহমান এই বাগানবাড়িতে ২০১২ সালে ১ হাজার ৩৮৬ শতক জমিতে ৮৫ কক্ষের আন্তর্জাতিকমানের ‘দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা’ তৈরি করেন।
কিন্তু ব্যাংকের টাকা পরিশোধ না করায় দেশ-বিদেশের পর্যটকদের কাছে পরিচিত সেই ‘দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা’ নিলামে উঠছে। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে এ সংক্রান্ত নিলাম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।