আওয়ার ইসলাম: রাত পোহালেই গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৬ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। সিটি করপোরেশনের মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত করার লক্ষ্যে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন গাজীপুরবাসী।
এদিকে এবারই প্রথম গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ছয়টি ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে জানিয়েছে ইসি।
কেন্দ্রগুলো হলো চাপুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাপুলিয়া মফিজউদ্দিন খান উচ্চ বিদ্যালয়, পশ্চিম জয়দেবপুরের মারিয়ালী সরকারি প্রাথমিকবিদ্যালয় কেন্দ্র–১, মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র–২, রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র–১ এবং রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র–২।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রথম বারের মতো ছয়টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট হবে।
গাজীপুরে ভোট ডাকাতির রেকর্ড গড়তে প্রস্তুত ইসি: রিজভী
-আরআর