বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

ট্রাম্পের ‘শতাব্দীর সেরা ‍চুক্তি’তে পশ্চিমতীর-গাজা বিভক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মার্কিন প্রশাসনের পক্ষ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরাইল-ফিলিস্তিন সংকট নিরসনের ‘শান্তি প্রস্তাবে’ গাজা ও পশ্চিম তীরকে বিভক্ত করার প্রস্তাব থাকছে বলে কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই গাজা ও পশ্চিম তীরকে বিভক্ত করার প্রস্তাব দেওয়া হতে পারে। কথিত ওই শান্তি প্রস্তাবের প্রধান রূপকার ট্রাম্পের ইহুদি জামাতা কুশনার পশ্চিম তীর ও গাজাকে বিভক্ত করার পরিকল্পনার কথা অস্বীকার করেননি। সংবাদমাধ্যমের এ সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেছেন তিনি।

ফিলিস্তিন ও ইসরাইল বিষয়ক পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান ঐতিহাসিকভাবেই ইসরাইল-ঘেঁষা হলেও বিগত মার্কিন প্রশাসনগুলো চাইতো, দুই দেশের মধ্যকার সমস্যার দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান হোক। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি বসতি স্থাপন বন্ধের পাশাপাশি ১৯৬৭ সালের প্রস্তাবিত সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষেই অবস্থান ছিল তাদের।

তবে ট্রাম্প সমগ্র জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দিয়ে সেই দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কফিনে শেষ পেরেক পুঁতে দেন। কেননা দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়ার অংশ হিসেবে পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনি রাজধানী হওয়ার কথা।

নির্বাচনি প্রচারণার সময় থেকেই দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান নীতির সমালোচনা করে আসা ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই নতুন শান্তি প্রস্তাব তৈরির কথা জানান। ট্রাম্পের জামাতা ও শীর্ষ উপদেষ্টা জ্যারেড কুশনারকে গত বছর থেমে যাওয়া শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করার দায়িত্ব দেওয়া হয়েছিল। দায়িত্বের অংশ হিসেবে ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত জ্যাস গ্রিনব্লাটকে নিয়ে সম্প্রতি মধ্যপ্রাচ্য সফর করলেন তিনি।

ইসরাইলি প্রভাবশালী সংবাদমাধ্যম হারেৎজ ২০১৭ সালের জুলাই মাসেই এই চুক্তি ফাঁস করার দাবি করে। পত্রিকাটি জানায়, ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে স্বাক্ষরিত 'শতাব্দীর সেরা চুক্তি' স্বাক্ষরিত হয়েছে। এতে দুই রাষ্ট্রের প্রস্তাব করা হয়েছে।

বলা হয়েছে, দখলকৃত গাজা উপত্যকা চলে যাবে মিসরের অধীনে। আর দখলকৃত পশ্চিম তীরের একাংশে থাকবে জর্ডানের রাজনৈতিক কর্তৃত্ব। পশ্চিম তীরের অবশিষ্ট অংশ শাসন করবে ইসরাইল। এখানে বসবাসরত ফিলিস্তিনিদের ইসরাইল রাষ্ট্রের নাগরিকত্ব দেওয়া হবে। সম্প্রতি আরও কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ট্রাম্পের শান্তি পরিকল্পনায় পশ্চিমতীর ও গাজা উপত্যকাকে বিভক্ত করার প্রস্তাব রয়েছে।

তুরস্কে আবার নির্বাচিত এরদোগান

এসএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ