আবদুল্লাহ তামিম: পাকিস্তানের তেহরিক-ই-তালেবান (টিটিপি) এর কমান্ডার মোল্লা ফজলুল্লাহ এক সপ্তাহ আগে ড্রোন হামলায় নিহত হওয়ার পর দলটি নুর ওয়ালি মেহসুদকে নতুন কমান্ডার হিসেবে ঘোষণা করেছে।
এএফপির মতে টিটিপির মুখপাত্র মুহাম্মদ খুরসানির মুক্তির পর তার এক বিবৃতিতে মোল্লা ফজলুল্লাহর মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
তার বিবৃতিতে ড্রোন হামলায় দুই সাবেক তালেবান প্রধানের মৃত্যুর কথা উল্লেখ করে মুহাম্মদ খুরসানি বলেন, এটা গর্বের ব্যাপার যে তেহরিক-ই-তালেবানের আমির বা নেতারা যুদ্ধের ময়দানে শহিদ হন।
আফগানিস্তানে ড্রোন হামলায় পররাষ্ট্র দফতর টিটিপির কমান্ডার মোল্লা ফজলুল্লাহর মৃত্যু নিশ্চিত করেছে।
পররাষ্ট্র সচিবের মুখপাত্র ড. মুহাম্মদ ফয়সাল সাপ্তাহিক ব্রিফিংয়ে দেয়া এক সাক্ষাতকারে বলেন, নিষিদ্ধ তেহরিক-ই-তালেবানকে লক্ষ্যবস্তু করা হবে।
তিনি বলেন, পাকিস্তানে নির্দোষ ব্যক্তিদের টিটিপি হত্যা করেছে। এজন্য তাদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
সাবেক কমান্ডার মোল্লা ফজলুল্লাহ সেনাবাহিনীর সদরদপ্তরসহ পাবলিক স্কুলে হামলা ও অারো অনেকটি কর্মকাণ্ডে জড়িত বলে খবর পেয়েছেন বলেও জানান ফয়সাল।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দাবি অনুযায়ী ১৪ জুন আফগানিস্তানের কুনার প্রদেশে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হয় সাবেক তেহরিক ই তালেবান পাকিস্তানের কমান্ডার মোল্লা ফজলুল্লাহ।
ডন নিউজ থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ
তুরস্কের নির্বাচন নিয়ে যা বলছে জনগণ
-আরআর