আবদুল্লাহ তামিম: মার্কিন সেনাবাহিনী প্রায় ২৫ হাজার অভিবাসীর জন্য বন্দিশালা নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।
অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ পরিকল্পনা নেয়া হয়েছে।
এ পরিকল্পনা অনুযায়ী, অভিবাসীদের জন্য বন্দিশালাগুলো নির্মিত হবে ক্যালিফোর্নিয়া, অ্যালবামা ও আরিজোনার অব্যবহৃত বিমানঘাঁটিতে।
টাইম ম্যাগাজিন জানিয়েছে, এসব বন্দিশালা হবে অস্থায়ী। কয়েক মাসের বেশি এগুলো টিকবে না। আটক অভিবাসীদের বিষয়ে আদালতের সিদ্ধান্ত পর্যন্ত তাদেরকে সেখানে রাখা হবে।
এছাড়া পরবর্তীতে সান ফ্রান্সিস্কোর কাছে আরও একটি অভিবাসী বন্দিশালা নির্মাণ করা হবে, যেখানে ৪৭ হাজার অভিবাসীকে রাখা হবে।
যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ট্রাম্প প্রশাসন অভিবাসীদের জন্য ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। এ নীতি অনুযায়ী অবৈধভাবে প্রবেশকারী প্রত্যেক অভিবাসী অপরাধী হিসেবে চিহ্নিত হচ্ছেন।
এক পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের মে ও জুন মাসে এ নীতির কারণে ২ হাজার ৩০০ শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়।
প্রেসিডেন্ট ট্রাম্পের এ নীতির কারণে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। সম্প্রতি ট্রাম্প পরিবার থেকে শিশুদের বিচ্ছিন্ন করার এ নীতি থেকে সাময়িকভাবে সরে এসেছেন।
কিন্তু তিনি তার ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন।
তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন আজ