আওয়ার ইসলাম: মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া দেশ জাপানের সংসদ ভবনের পাশেই গাঁজার গাছ পাওয়া গেছে। যা রীতিমতো আলোচনা ফেলে দিয়েছে।
দেশটিতে কারো কাছে গাঁজা পাওয়া গেলে পাঁচ বছর পর্যন্ত জেল হয় এমন কঠোর নিয়ম রয়েছে।
বিবিসি জানিয়েছে, রাজধানী টোকিওতে দেশটির সংসদের মাঠে বেড়ে উঠেছে গাঁজার চারা। এ নিয়ে সংসদ কর্তৃপক্ষ বেশ নড়েচড়ে বসেছেন।
গাঁজার গাছ সম্পর্কে এক সাংসদ বরেন, বাতাসে ভেসে আসতে পারে গাজার বীজ, কিংবা পাখিও এর বীজ ফেলতে পারে। সেখান থেকেই হয়তো এই মাদক গাছের জন্ম হয়েছে।
জানা গেছে, গাঁজার সেই গাছটির বয়স দুই মাসের কাছাকাছি। গাঁজার গাছটি ইতোমধ্যেই পুরোপুরি উপড়ে ফেলা হয়েছে।
পাকিস্তানের সংসদ নির্বাচনে হাফিজ সাঈদের ছেলে ও জামাতা
-আরআর