মুহাম্মদ আমিমুল ইহসান: মিশরের জামেউল আযহারের বয়োবৃদ্ধ শায়খ মুওয়াওয়িজ এওয়াজ ইবরাহিম হানাফি আযহারি ২০ জুন বুধবার ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ১০৬ বছর।
তিনি উসুলুদ দ্বীন বিভাগ হতে ৭৯ বছর পূর্বে অধ্যয়ন সমাপ্ত করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি এ বিভাগের উন্নয়নে অনেক খেদমত আঞ্জাম দেন। তাঁর মৃত্যুতে আযহারিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
শায়খ ইবরাহিম হানাফির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন শায়খুল আযহার ড. আহমদ আত তাইয়্যেব।
বৃহস্পতিবার জুমার নামাযের পর জামেউল আযহার মসজিদে তার নামাযে জানাযা অনুষ্ঠিত হয়।
শায়খ মুওয়াওয়িজ এওয়াজ ইবরাহিম হানাফি মদিনা ইউনিভার্সিটিতে বিভিন্ন বিষয়ে দরস প্রদান করেন। তার অসংখ্য লেকচার ও রচনাবলি রয়েছে।
ইনসানিয়্যাতুল ইবাদাত ফিল ইসলাম, আল-ইসলাম ওয়াল উসরাতুস সায়িদাহ, কাবসুম মিনাল ইসলাম, মালামেহ মিন হাজাদ দ্বীন, জালিকাদ দ্বীনুল কায়্যিম, আল-আওলাদ ওয়াদায়েয়ুল্লাহ ইনদানা, নাফাহাতুল কুরআন, আত-তাকওয়া ওয়াল মুত্তাকুন ফিল কুরআন, ফিলিস্তিন, মিন রাহিকিল ইমান ও আর-রাসূলু ওয়ার রিসালা ফি শেরে আবি তালেব তাঁর অন্যতম রচনা।
এছাড়া পৃথিবীর বিভিন্ন ম্যাগাজিনে তার অসংখ্য কলাম ছাপা হয়েছে। মহান আল্লাহ তাঁকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।
সূত্র : মিসর আল-ইয়াওম।
-আরআর