আওয়ার ইসলাম: সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগ এনে ইন্দোনেশিয়ায় ইসলামপন্থী নেতা আমান আবদুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত৷
ইন্দোনেশিয়ার ইসলামি দল জেএডির অন্যতম তাত্ত্বিক গুরু ও ভারপ্রাপ্ত নেতা তিনি। তার বিরুদ্ধে জঙ্গিগোষ্ঠী আইএসের সম্পৃক্ততা পেয়েছে বলে জানিয়েছে আদালত।
শুক্রবার ইন্দোনেশিয়ার সাউথ জাকার্তা ডিসট্রিক্টের একটি আদালত আবদুর রহমানকে মৃত্যুদণ্ডের রায় দেয়৷
ডয়েচে ভেলের এক প্রতিবেদনে জানা গেছে, ২০১৬ সালে জাকার্তায় স্টারবাকস ক্যাফেতে চালানো এক আত্মঘাতী হামলা চালানো হয় যাতে চার বেসামরিক ব্যক্তির মৃত্যু হয়।
এছাড়াও জাকার্তার একটি বাসস্টপে হামলা চালিয়ে তিন পুলিশ অফিসারকে হত্যায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে এ নেতার বিরুদ্ধে৷
আবদুর রহমানের দল জেএডিকে ২০০২ সালে বালি বোমা হামলা ও ২০০৪ সালে অস্ট্রেলিয়ার দূতাবাসে হামলা চালানোর জন্য দায়ী মনে করা হয়৷
দণ্ডপ্রাপ্তের এই রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য সাতদিন সময় হাতে রয়েছে৷
গাজীপুর সিটির ইসলামী ঐক্যজোট প্রার্থীর ১০ দফা নির্বাচনী ইশতেহার
-আরআর