আওয়ার ইসলাম: সামরিক নজরদারির জন্য ইসরাইলি সৈন্যরা আল আকসা মসজিদের ‘বাবুল রহমাত’-এর প্রবেশ দ্বারে ওয়াচিং রুম নির্মাণ করেছে।
ইসরাইলি সেনারা গত ১৮ জুনে সামরিক নজরদারির জন্য আল আকসা মসজিদের বাবুল রহমাত-এর প্রবেশ দ্বারে এ ওয়াচিং রুম নির্মাণ করে বলে জানা যায়।
জেরুজালেম এন্ডোমেন্টের তথ্য বিভাগের অফিসার ফারাস আদ-দাবস এ ব্যাপারে বলেন, জেরুজালেমে ইসরাইলীদের তদারকি জোরদার করার জন্য তারা এই ওয়াচিং রুম বসিয়েছে।
তিনি বলেন, যায়নবাদীদের নাশকতা বাহিনীরা সর্বদা ফিলিস্তিনিদের উপর নাশকতামূলক কর্মকাণ্ড চালায়। তারা পবিত্র রমজান মাসে মুসল্লিদের নামাজের স্থান ধ্বংস করেছে।
সম্প্রতি যায়নবাদীরা একটি উপশহরে আক্রমণ করে শহরের গাছ কেটেছে এবং মসজিদের খাদেমদের উপর অত্যাচার করেছে। এর ফলে উক্ত অঞ্চলে তীব্র দ্বন্দ্ব ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, যায়নবাদীরা দীর্ঘ ২০ বছর যাবত বাবুর রহমাত-এর আশে পাশের অঞ্চল পরিষ্কার করার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এবছর পবিত্র রমজান মাসে হাজার হাজার মুসল্লি এবং মুয়তাকিফান (যারা মসজিদে এতেকাফে বসেন) সকল বাধা বিপত্তি উপেক্ষা করে আল-আকসা মসজিদের বাবুর রহমাতের আশে পাশের অঞ্চল পরিষ্কার করেছে।
যায়নবাদীরা ওয়াচিং রুম বসানোর পূর্বে মসজিদুল আকসার নিরাপত্তা বিভাগের প্রধান আব্দুল্লাহ আবু তালিবকে গ্রেফতার করেছিল। গ্রেফতার করার কিছুক্ষণ পর তাদে আবার মুক্ত করে দেয়।
সূত্র: ইকনা
-আরআর