আওয়ার ইসলাম: আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের কোনও চিন্তাভাবনা নেই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের। তবে তিনি বলছেন, আমার আসনে (সিলেট-১)খালেদা জিয়া ও এরশাদ প্রার্থী হবেন বলে শোনা যাচ্ছে।
আর এমনটি হলে তিনিও নির্বাচনে অংশ নিতে পারেন। তবে এই আসনের জন্য খালেদা জিয়ার চেয়ে এরশাদকেই যোগ্য প্রতিদ্বন্দ্বী মনে করেন এম এ মুহিত।
সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় অর্থমন্ত্রী এ মন্তব্য করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
এর কারণ হিসেবে মুহিত বলেন, এরশাদের সময় সিলেটে অনেক উন্নয়ন হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, অতীতের যেকোনও সময়ের চেয়ে এবার মানুষ ভালোভাবে ঈদ উদযাপন করেছেন। মানুষ স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পেরেছেন।
এম এ মুহিত এর আগে বহুবার আগামী নির্বাচনে অংশ নেবেন না বলে সাফ জানিয়েছেন। তবে তিনি বলেছিলেন প্রধানমন্ত্রী চাইলে সেটা হবে ভিন্ন কথা।
যেভাবে কাটে আল্লামা আহমদ শফীর ঈদ ও রমজান