বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

রাষ্ট্রপতির ঈদের দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুমিনুল ইসলাম:  বরাবরের মতো এবারও জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আগামীকাল সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহের ঈদ জামাতে অংশ নেবেন তিনি।

নামাজের পরে সবার সঙ্গে কুশল বিনিময়ের পরে বঙ্গভবনে ফিরে সকাল ১০টায় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি।

সেখানে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ,কূটনীতিক, পেশাজীবী সম্প্রদায়ের সদস্য, সম্পাদক ও সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দ এবং অন্যরা অংশগ্রহণ নেবেন বলে বঙ্গভবন সূত্রে জানা গেছে।

বঙ্গভবন সূত্রে আরও জানা যায়, সকাল ১১টার দিকে এই অনুষ্ঠান শেষ হওয়ার কথা থাকলেও সাধারণত দুপুর ১২ টা নাগাদ অনুষ্ঠানটি চলে।
এরপরের সময়টুকু রাষ্ট্রপতির একান্ত সময় এবং তখন তিনি পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও এলাকার লোকজনের সঙ্গে কাটান।

বঙ্গভবন সূত্রে আরও জানা গেছে, ঈদের পরের দিনও রাষ্ট্রীয় কোনও আনুষ্ঠানিকতা থাকে না এবং সেইদিনও তিনি পারিবারিক আবহে সময় কাটান।
উল্লেখ্য, রমজান মাসে রাষ্ট্রপতি একাধিক ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছেন।

এসব অনুষ্ঠানে এতিম, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, পেশাজীবী, কূটনীতিক, আত্মীয়-স্বজনসহ বিশিষ্টজনরা অংশ নিয়েছেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ