তাওহীদ আদনান
দেওবন্দ থেকে
ভারতে রমজানের চাঁদ নিয়ে বিড়ম্বনার পর এবার ঈদের চাঁদ নিয়েও চলছে বিড়ম্বনা৷ রমজানের চাঁদ নিয়ে বিড়ম্বনার ফলে ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশের একদিন আগে রোজা শুরু হলেও বহুস্থানে রোজা শুরু হয়েছে বাংলাদেশের সাথেই৷
এবার রমজানের চাঁদের পরে ঈদের চাঁদ নিয়েও শুরু হয়েছে বিড়ম্বনা৷ ফলে গুজরাত, মোবারকপুর, আজমগড়, ঢাবেল, বান্দা ও বানাসকাটাসহ একাধিক স্থানে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে ১৫ তারিখ শুক্রবার ঈদ হবে বলে ঘোষণা করেছে স্থানীয় চাঁদ কমিটিগণ৷
গুজরতের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিষ্ঠানসহ জমিয়তে উলামায়ে হিন্দ গুজরাতের অফিসিয়াল পেইজেও ঘোষণা হয়েছে ঈদুল ফিতর শুক্রবার ৷ দারুল উলুম দেওবন্দের মজলিসে শুরার অন্যতম সদস্য আহমাদ খানপুরী সাহেবও জানিয়েছেন গুজরাতে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে ঈদ শুক্রবার৷
অপরদিকে দেওবন্দ ও দিল্লি জামে মসজিদসহ একাধিক প্রতিষ্ঠান থেকে ঘোষণা হয়েছে ভারতে ঈদুল ফিতির শনিবার৷
গুজরাতসহ অন্যান্য স্থান থেকে চাঁদের ঘোষণা এলে দারুল উলুম দেওবন্দের উস্তাদগণ তৎক্ষণাত দেওবন্দের মেহমান খানায় এক জরুরি বৈঠকে বসেন৷ বৈঠকের পরে সিদ্ধান্ত জানানো হয় ভারতে শুক্রবারে নয় বরং ঈদ হবে শনিবার৷
চাঁদের বিড়ম্বনা প্রদেশ ভিত্তিক হলেও সমস্যা কিছুটা লাঘব হতো বলে ধারণা অনেকের৷ কিন্তু দেখা যাচ্ছে চাঁদের বিড়ম্বনা প্রদেশ ভিত্তিক না হয়ে একই প্রদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন পরিস্থিতি৷ ফলে বিড়ম্বনার ধকলটা সইতে হচ্ছে একটু বেশিই৷
ভারতে চাঁদের চলমান পরিস্থিতি নিয়ে দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতী আবুল কাসিম নোমানী জানিয়েছেন ভারতের উল্লেখযোগ্য উল্লেখযোগ্য চাঁদ বিশেজ্ঞদের মতে শুক্রবার ঈদ হওয়ার ক্ষীণ সম্ভাবনাও নেই৷ তবুও আমরা চাঁদ দেখার চেষ্টা করেছি৷ কিন্তু চাঁদ নজরে আসেনি৷ তাই ঈদ শুক্রবারে নয় বরং শনিবারে৷
চাঁদ দেখা গেছে সৌদি-ইন্দোনিশিয়ায়, শুক্রবার ঈদ
এসএস