আওয়ার ইসলাম : আজ দেশের আকাশে দেখা গেছে শাওয়ালের চাঁদ। কাল পবিত্র ঈদুল ফিতর। সারাদেশে সবগুলো ঈদগাহে সম্পন্ন হয়েছে সব রকমের প্রস্তুতি। দেশের কোথায় কখন ঈদের জামাত অনুষ্ঠিত হবে তারই সূচি জানাতে এ আয়োজন।
শোলাকিয়ায় জাতীয় ঈদগাহ ময়দানে দেশের সবচেয়ে বড় ঈদ জামাত হবে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মওলানা মুহাম্মদ মিজানুর রহমান। তার সঙ্গে বিকল্প ইমাম হিসেবে থাকবেন মিরুর জামেয়া আরাবিয়ার মুহতামিম শায়খুল হাদিস মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান।
আবহাওয়া বিরূপ থাকলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররম মসজিদে, সকাল ৯টায়।
ঢাকায় অনুষ্ঠিত জামাত
বরাবরের মতোই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।
প্রথম জামাত হবে সকাল ৭টায়। এরপর সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা ও সকাল পৌনে ১১টায় জামাত অনুষ্ঠিত হবে।
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল ৮টায়। এ ছাড়া ঢাকার বিভিন্ন স্থানে সকাল থেকে দুপুর পর্যন্ত ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
দেশের অন্যান্য স্থানে ঈদ জামাত
সিলেটে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। এতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন।
এ ছাড়াও দরগাহে হজরত শাহজালাল (রহ.) জামে মসজিদ ও শাহপরান (রহ.) জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
বন্দরবাজার হাজী কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে, সকাল সাড়ে ৭টায়, সকাল সাড়ে ৮টায় এবং সকাল সাড়ে ৯টায়।
সকাল ৮টায় সরকারি আলিয়া মাদরাসা মাঠে ও সাড়ে ৮টায় সিলেট কালেক্টরেট জামে মসজিদে অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের জামাত।
রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হজরত শাহ মখদুম (রহ.) ঈদগাহ ময়দানে সকাল ৮টায়।
আবহাওয়া বৈরী হলে একই সময়ে হযরত শাহ্ মখদুম (রহ.) দরগা মসজিদে একাধিক ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
রাজশাহী নগরীতে সিটি করপোরেশন প্রধান ঈদগাহ ছাড়াও ২৫টি ঈদগাহ প্রস্তুত করেছে। এসব ঈদগাহের বেশিরভাগেই সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
রাজশাহীতে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় নওদাপাড়া আমচত্বর আহলে হাদিস মাঠে।
বরিশালে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে, সকাল সাড়ে ৮টায়। স্টিমার ঘাট জামে মসজিদের খতিব মাওলানা সিহাব উদ্দিন ঈদের জামাতে ইমামতি করবেন।
বিভাগের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় চরমোনাই দরবার শরীফ ময়দানে। এখানে প্রায় ২০ হাজার মুসল্লির অংশগ্রহণে ঈদের জামাতে ইমামতি করবেন চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মাদ রেজাউল করিম।
শাওয়ালের চাঁদ দেখা গেছে, কাল পবিত্র ঈদুল ফিতর
এসএস