আওয়ার ইসলাম: পিএইচপি কুরআনের আলো হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০১৮ র ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। এতে ১ম স্থান অর্জন করেছেন নেত্রকোনার হাফেজ সিবগাতুল্লাহ খান লাবীব।
১৩ জুন বুধবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় হয় চূড়ান্ত পর্ব। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে চট্টগ্রামের প্রতিযোগী হাফেজ তারেক মনোয়ার, তৃতীয় হয়েছে সিলেটের হাফেজ মামনুন সাইদ ও চতুর্থ হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী হাফেজ তানিম আহমেদ।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, এনটিভির পরিচালক আশফাক উদ্দিন আহমেদ, ব্যবসায়ী আতিকুর রহমানসহ আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন আবৃত্তিশিল্পী শাহ ইফতেখার তারিক।
গ্র্যান্ড ফিনালের শুরুতে পবিত্র মক্কা নগরী থেকে ভিডিও বার্তায় এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেন, আমি এই অনুষ্ঠান নিয়ে এনটিভির চেয়ারম্যান হিসেবে গর্ববোধ করি।
প্রশাসন ক্যাডারে প্রথম হয়ে প্রশংসায় ভাসছেন তকী ফয়সাল
-আরআর