আওয়ার ইসলাম: মঙ্গলবার টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন একটি নথিতে সই করেন। এতে উত্তর কোরিয়াকে নিরাপত্তা নিশ্চয়তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিনিময়ে কোরীয় উপদ্বীপে সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণের অটল ও অনমনীয় প্রতিশ্রুতি দেন কিম জং উন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সই করা কিম জং উনের নথিতে চারটি গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদক জোনাথান চেং।
চার নির্দেশনা
শান্তি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া জনগণের আকাঙ্ক্ষা পূরণে নতুন সম্পর্ক প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে।
কোরীয় উপদ্বীপে একটি স্থায়ী ও স্থিতিশীল শান্তিপূর্ণ শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় দুই দেশ যৌথভাবে কাজ করবে।
চলতি বছরের ২৭ এপ্রিলের পানমুনজান ঘোষণার কথা তারা পুনর্ব্যক্ত করেন। কোরীয় উপদ্বীপে সম্পূর্ণভাবে পরমাণু নিরস্ত্রীকরণের কাজ করার প্রতিশ্রুতি দেয় উত্তর কোরিয়া।
যুদ্ধবন্দী বা যুদ্ধে নিখোঁজদের উদ্ধারে প্রতিশ্রুতি দেয় দুই দেশ। ইতিমধ্যে যাদের শনাক্ত করা গেছে, তাদের প্রত্যাবাসনের প্রতিশ্রুতিও রয়েছে এতে।
এইচজে