রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


সুনামগঞ্জে ২০০ ফাজিল পরীক্ষার্থীর ফল স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মেরুয়াখলা মমিনিয়া ফাজিল মাদ্রাসা কর্তৃপক্ষের অনিয়ম-দুর্নীতির কারণে প্রায় ২০০ জন শিক্ষার্থীর ফাজিল ২য় ও ৩য় বর্ষের ফল স্থগিত রেখেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়।

এ ঘটনায় মাদ্রাসার ১০ জন পরীক্ষার্থী বৃহস্পতিবার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। জেলা প্রশাসক পরীক্ষার্থীদের অভিযোগের বিষয়টি দ্রুত তদন্তের জন্য বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দিয়েছেন।

পরীক্ষার্থীরা লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, ২৭ মে সারা দেশে মাদ্রাসার ফলাফল প্রকাশ হয়েছে। কিন্তু মেরুয়াখলা মাদ্রাসার ফলাফল স্থগিত রাখা হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের দুর্নীতির কারণে ২০০ জন পরীক্ষার্থীর ফলাফল স্থগিত রেখেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়।

মাদ্রাসা কর্তৃপক্ষ সবার কাছ থেকে নির্ধারিত ফি আদায় করলেও, সেই ফি জমা না দিয়ে আত্মসাৎ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফি না পেয়ে ফলাফল স্থগিত রেখেছে। এ ঘটনায় পরীক্ষার্থীরা মাদ্রাসায় গিয়ে আন্দোলন করলে কর্তৃপক্ষ দু’দিনের সময় নিয়েও কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।

আরও পড়ুন : মাদরাসা বোর্ডে ফলাফলে বিপর্যয়; ৭ বছরে সর্বনিন্ম


সম্পর্কিত খবর