মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিন্ময়কে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি বিজেপির পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে পাকিস্তানে নামানো হলো সেনাবাহিনী ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু

ভারতে ৩৬ বাংলাদেশি নাগরিক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  সংবাদসংস্থা টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরে সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানে ৩৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে স্থানীয় পুলিশ। শনিবার পুনের গ্রাম্য পুলিশের সন্ত্রাসবিরোধী সেল এবং স্থানীয় পুলিশ স্টেশনের সমন্বয়ে গঠিত বিশেষ টিম ওই অভিযান চালায়।

পুলিশ জানিয়েছে, বারমতি, বাদগাঁও নিম্বালকার, দাউন্দ এবং যাবাত শিল্প শহর থেকে এই ব্যক্তিদের আটক করা হয়েছে। তারা জানাচ্ছে, বেশ কয়েকদিন ধরে ওই ব্যক্তিদের ব্যাপারে তথ্য সংগ্রহের পর এই অভিযান চালানো হয়।

পুলিশ বলছে, ওই ৩৬ জন বাংলাদেশি গেলো ছয় মাস ধরে অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন। এসময় তারা ছোট ছোট কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজও করছিলেন। ওই ব্যক্তিরা সরকারি জাল ডকুমেন্ট যেমন আধার ও প্যান কার্ড সংগ্রহ করেছিল।

পুলিশ জানাচ্ছে, ওই ব্যক্তিদের বাড়িতে অভিযানের সময় বাংলাদেশ সরকারের ইস্যুকৃত পাসপোর্ট এবং অন্যান্য ডকুমেন্টও পেয়েছেন বলেও দাবি করেন তারা ।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ