আওয়ার ইসলাম: কুমিল্লায় হত্যা ও নাশকতার দুই মামলায় ছয় মাসের জামিন দেয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।
সোমবার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
তবে নড়াইলে মানহানির আরেক মামলায় জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
এর আগে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লায় হত্যা, বিশেষ ক্ষমতা আইনে নাশকতা ও নড়াইলে মানহানি মামলায় জামিন শুনানি শেষ হয়। শুনানি শেষে আদেশের জন্য আজ সোমবার দিন ধার্য করেন আদালত।
বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। বর্তমানে তিনি পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের করাগারে রয়েছেন। ওই মামলায় আপিলের পর খালেদা জিয়াকে চার মাসের জামিন দেন হাইকোর্ট। ১৭ মে এ আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।
পোকামাকড়ের দংশনে অসুস্থ খালেদা জিয়া!
-আরআর