আওয়ার ইসলাম: ইয়েমেনের দক্ষিণ সীমান্তে দেশটির হুথি বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিজের দুই সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে সৌদি আরব ।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'সৌদি প্রেস এজেন্সি' জানিয়েছে, নিহত ব্যক্তিরা সীমান্তরক্ষী বাহিনীর সদস্য। তবে কখন এবং কিভাবে তারা নিহত হয়েছেন সে ব্যাপারে সংবাদ মাধ্যমটি বিস্তারিত কিছু বলেনি।
এছাড়া, সংবাদ মাধ্যমটি জানিয়েছে, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের রাজধানী আবহা শহরে অবস্থিত একটি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দেশটির সামরিক বাহিনী একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।
এদিকে, ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা দেশটির পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশে সৌদি আরব মদদপুষ্ট ভাড়াটে সেনাদের অবস্থানে কাহার-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।