মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিন্ময়কে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি বিজেপির পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে পাকিস্তানে নামানো হলো সেনাবাহিনী ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু

সড়ক খোঁড়াখুঁড়িতে ঢাকাবাসীর ভোগান্তির শেষ নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার প্রায় ৪০০ কিলোমিটার সড়কে খোঁড়াখুঁড়ি চলছে। এসব সড়ক সংস্কার, সড়ক খুঁড়ে গভীর ড্রেন নির্মাণ, মিডিয়ান সংস্কার ও ফুটপাতের উন্নয়ন কাজ করা হচ্ছে।

বর্ষা মৌসুমে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে খোঁড়াখুঁড়ি চলায় কর্মব্যস্ত নগরবাসীর জীবন বিষিয়ে উঠেছে।

বিশেষ করে স্কুলগামী ক্ষুদে শিক্ষার্থী, নারী, প্রতিবন্ধী ও অসুস্থ মানুষ ভোগান্তিতে পড়ছেন। বর্ষা মৌসুমে সড়ক খোঁড়াখুঁড়ি বন্ধ রাখার নীতিমালা থাকলেও সেসব মানছে না নগর সংস্থাগুলো।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, এ সংস্থার অধীনে ১ হাজার ৩৫০ কিলোমিটার সড়ক। বেশ কয়েকটি প্রকল্পের আওতায় ২০০ কিলোমিটারের বেশি সড়কে সংস্কার, পাইপ স্থাপন, মিডিয়ান সংস্কার ও ফুটপাতের উন্নয়ন কাজ চলছে।

আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১ হাজার কিলোমিটার সড়কের প্রায় ২০০ কিলোমিটারে সংস্কার, পাইপলাইন স্থাপন, মিডিয়ান সংস্কার ও ফুটপাতের উন্নয়ন কাজ চলছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান বলেন, নীতিমালা অনুযায়ী বর্ষা মৌসুমে সড়ক সংস্কার কাজ বন্ধ থাকার কথা।

কিন্তু এবার চলছে কেন, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন। বাস্তবতা হচ্ছে, এবার বর্ষা অনেকটা আগেভাগে এসেছে। এ কারণে উন্নয়ন কাজে নগরবাসীর কিছুটা ভোগান্তি হচ্ছে।

তিনি আরও বলেন, জুনের মধ্যে বেশিরভাগ সড়কের উন্নয়ন কাজ শেষ হবে। কিছু সড়কের কাজ চলমান থাকবে।

দরপত্রের কার্যাদেশ অনুযায়ী অনেক সড়কে কাজ চালানোর আইনগত সুযোগ থাকবে। তবে নতুন করে আর কোনো সড়ক কাটাকাটির অনুমোদন দেয়া হবে না।

আরো পড়ুন-  রোজাদারের বিশেষ একটি দোয়া


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ