আওয়ার ইসলাম: ঢাকার মোহাম্মদপুরে বিহারি ক্যাম্পে চারপাশ থেকে ঘিরে মাদকবিরোধী অভিযান চালিয়েছে র্যাব। শনিবার সকাল ৮টা থেকে প্রায় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান চলে।
এ অভিযানে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতদের ব্যাপারে র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের প্রধান মুফতি মাহমুদ খান বলেন, যাচাই-বাছাই করার পর যাদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ পাওয়া যাবে তাদের আটক রেখে বাকিদের ছেড়ে দেয়া হবে।
তবে কতজনকে আটক করা হয়েছে সে সংখ্যা জানতে চাইলে সুনির্দিষ্ট কিছু বলেননি তিনি।
সারাদেশে চলমান মাদকবিরোধী অভিযানের মধ্যে বিহারী ক্যাম্পে এ অভিযান চালাল র্যাব। দেশব্যাপী মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকেই প্রতিরাতেই আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে একাধিক মাদক ব্যবসায়ী নিহত হচ্ছেন।
বিহারী ক্যাম্পে অভিযান শেষে মুফতি বলেন, জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা আজকের নয়, অনেক পুরনো। অভিযানে বিপুল পরিমাণ মাদক ও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
আরো পড়ুন- রোজার ফজিলত ও জরুরি মাসাইল