সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


‘মাঝে মধ্যে পা ব্যথা হলেও জেদ করে দাঁড়িয়েই নামাজ পড়ি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলছে পবিত্র মাহে রমজান। ছেলে বুড়ো সব বয়সী মুসলিমই পালন করছেন রোজা। পড়ছেন নামাজ আর কুরআন। এসব আমলে পিছিয়ে নেই শিশুরাও। মা বাবার সঙ্গে তারাও সেহরি খাচ্ছে। রোজা থাকছে। পড়ছে তারাবির নামাজ। এমনই এক শিশুর রোজার অনুভূতি জানতে চট্টগ্রামের সেন্ট প্লাসিড স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র আওয়াল আদিত সোয়াদ-এর সাক্ষাৎকার নিয়েছেন জুনায়েদ হাবীব

সোয়াদ-এর বয়স মাত্র ১০ বছর। এ বছরে দুটি রোজা ইতি মধ্যে সে রেখে ফেলেছে। যখন তার সাক্ষাৎকার নিতে যাওয়া হয় সে অতিদ্রুত সব প্রশ্নের উত্তর দিতে থাকে। নিচে তা হুবুহু তুলে ধরা হল-

কখন থেকে তুমি রোজা রাখা শুরু করেছো? প্রথমবার রোজা রাখতে কেমন লেগেছিল?

গতবছর প্রথম রোজা রেখেছিলাম আমি। তখন তো খুবই কষ্ট হয়েছিল। একবার তো ভুল করে খেয়ে ফেলেছি!

রোজা কেন রাখো?

রোজা তো আল্লাহ সবার জন্যই ফরজ করেছেন তাই আমিও রাখি..!

আচ্ছা রোজা রেখে কখনো পরীক্ষা দিয়েছো?

জি একবার দিয়েছিলাম...যখন ত্বিতীয় শ্রেণিতে পড়তাম। কোচিং এর পরীক্ষা ছিল। তখন রোজা রেখেই পরীক্ষা দিয়েছিলাম।

তখন কি খুব কষ্ট হয়েছিল?

জ্বী কষ্ট হয়েছিল তবে রোজা রাখার পর অনেক ভাল লাগতো

বাবা মা রোজা রাখতে নিষেধ করেনি?

আম্মু আব্বু তো সবসময়ই রোজা রাখতে নিষেধ করে কিন্তু তাদের বারণ করা সত্তেও রোজা রাখি!

আর সবসময় রোজা রাখতে পারি না। মাঝে মধ্যে অনেক সময় আম্মু সেহরিতে ডাক দেয় না।

 

 

ইফতার খাওয়ার সময় কেমন লাগে? কম খাও না বেশি খাও?

ইফতারের সময় তো না বুঝেই অনেকটুকু খেয়ে ফেলি। আর যখন জুস পান করি তখন তো অন্যরকম অনুভব করি।

ইফতারে কী খেতে ভালো লাগে?

ম্যংগো জুস, পেয়াজু, বার্গার, জালি কাবাব আর ছোলা।

 

রোজা ফরজ হওয়ার জন্য তো বয়সের শর্ত আছে। তুমি তো সে বয়সে যাওনি তাহলে রোজা রাখো কেন? 

সবাই রোজা রাখে তাই আমারও রোজা রাখতে ইচ্ছে করে।

তারাবি ও অন্যান্য নামাজ পড়ো? নামাজ পড়তে কেমন লাগে?

তারাবি পড়তে ভালো লাগে অনেক। মাঝে মধ্যে পা ব্যথা হলেও জেদ করে দাঁড়িয়েই নামাজ পড়ি।

এক নওমুসলিমের সাহরিবিহীন ২০ঘণ্টা রোজার স্মৃতি

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ