মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মাদারীপুরে ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ পোড়ালেন ছাত্র-জনতা ইউপি সদস্যকে হত্যা করতে এসে আগ্নেয়াস্ত্রসহ আটক ৩ চিন্ময়কে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি বিজেপির পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে পাকিস্তানে নামানো হলো সেনাবাহিনী ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা

রমজান উপলক্ষে কুরআন বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বেচ্চাসেবী সংগঠন- আজকের প্রজন্ম’র উদ্যোগে মাহে রমজান উপলক্ষে পবিত্র কুরআন বিতরণ ও এস এস সি/দাখিল সমমানের পরিক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠান আজকের প্রজন্মের সভাপতি কাজী শহিদুল্লাহ ওয়াহিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল হাসান চৌধুরীর সঞ্চালনায় গাড়িটানা যাত্রী ছাউনি মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন গাড়িটানা উচ্ছ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব হুমায়ুন কবির সাহেব, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব শাহীন আলম, জনাব ফিরোজ হাসান চৌধুরী (টিটু) বৃহত্তর গাড়িটানা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জয়নাল আবেদীন, জনাব কাজী সাইফুদ্দিনসহ প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে আজকের প্রজন্মের যুগান্তকারী কার্যক্রমের প্রসংসা করে বলেন, তারুণ্যের জয় সব সময় হয়, প্রয়োজন সঠিক সময়ে সঠিক উদ্যোগ গ্রহণ ও নিষ্টার সাথে কাজ করা।

তিনি আরো বলেন, মনোবল দৃঢ় রেখে সম্মিলিত প্রচেষ্টায় অনেক কিছুই করা সম্ভব।

প্রজন্ম সাধারণ সম্পাদক সদ্য এস এস সি ও দাখিল পরিক্ষায় কৃতিত্ব অর্জনকারীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যত, ইতিহাসের সোনালি অধ্যায় রচিত করবে তোমরা, শিক্ষা জিবনের দ্বিতীয় ধাপ পেরিয়েছো সবে মাত্র বাকি ধাপগুলোও সাফল্যের সাথে পাড়ি দেবে, কখনো মনোবল হারাবে না।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ও প্রজন্ম সভাপতি সাধারণ সম্পাদক সদ্য প্রস্ফুটিত গোলাপ সমতুল্য ছাত্রদের ক্রেস্ট ও মূল্যবান বই দিয়ে অভিনন্দন জানান, ৩০০টি পবিত্র কুরআন উপজেলার বিভিন্ন মসজিদ মাদরাসায় বিতরণ করেন এবং গত ১০মে আজকের প্রজন্মের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে বই বিতরণ করেন।

আরো উপস্থিত ছিলেন প্রজন্ম সহসভাপতি মু. আব্দুল হাই, যুগ্ন সম্পদক মিজানুর রহমান, আইন ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মোবারক হোসেন, ছাত্র কল্যাণ সম্পাদক মু. হেলাল উদ্দিন, ইসমাইল হোসেন রাফি, মু. মোতালেব হোসেন, ক্রীড়া সম্পাদক লোকমান হাকিমসহ কার্যকরী সদস্যবৃন্দ।

‘পাঠ্যপুস্তক থেকে কুরআনের একটি আয়াতও বাদ দেওয়া যাবে না’

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ