সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


ছোট বাচ্চাদের নিয়ে মসজিদে যাওয়া; ইসলাম কী বলে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: অনেক সময় দেখা যায় বাবা তার আদরের ছোট বাচ্চাকে নিয়ে নামাজে আসেন।কখনো বাবা না চাইলেও ছোট বাচ্চারা জেদ করে চলে আসে বাবা পেছন পেছন। দেখা যায় একই মসজিদে কয়েকটি শিশু চলে এসেছে।

বাচ্চারা স্বভাবসুলভ দুষ্টুমি, ছুটোছুটি বা কান্নাকাটি করতে থাকে। এতে সাধারণ মুসল্লাীদের নামাজের একাগ্রতা নষ্ট হয়।   তো আসুন জেনে নিই এ ব্যাপারে  ইসলাম কী বলে।

ইসলামি শরিয়াহর বিধান বলে, ছােট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসার অনুমতি নেই। কেননা এর দ্বারা মসজিদের আদব ইহতেরাম নষ্ট হয় এবং যে নিয়ে এসেছে তার মন নামাজে স্থির থাকে না। খুশু-খুজু থাকে না। বরং বাচ্চার দিকেই মন থাকে।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তােমরা মসজিদকে বাচ্চা ও পাগলদের থেকে রক্ষা কর। (ইবনে মাজাহ: হাদিস নং ৭৫০) বাচ্চার দ্বারা মসজিদ নাপাক হওয়ার আশংকা হলে এমন বাচ্চা নিয়ে আসা হারামপর্যায়ের গোনাহ হবে; অন্যথায় মাকরুহ।

তবে যদি বাচ্চা বুঝমান হয়, মসজিদের আদব-ইহতেরাম রক্ষা করে নামাজ পড়ে, এমন বাচ্চা নিয়ে এলে কোন অসুবিধা নেই। বরং বুঝমান শিশুদের নামাজে উৎসাহিত করতে ইসলাম নির্দেশ দিয়েছে।

সূত্র: ইবনে মাজাহ শরিফ: ৭৫০, রদ্দুল মুহতার: ১/৬৫৬, ফাতাওয়া। ৯/১২০, আল-বাহরুর রায়েক ২/৩৪, হাশিয়াতুত-তাহবি আলাদ্দুর: ১/২৭৭, আপকে মাসাইল আওর উনকা হল: ৩/২৭৬, মাসাইলে মাসাজিদ: ১৬৯।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ