আওয়ার ইসলাম: পবিত্র মাহে রমজান উপলক্ষে শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকার উদ্যোগে [আল-হেরা টাওয়ার, কুড়িল বিশ্বরোড়, কুড়াতলী বাজার, খিলক্ষেত, ঢাকা-1229] ১০ দিন্যব্যাপি ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের ওপর প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে। এতে ইসলামি রাষ্ট্র ব্যবস্থার উপর পূর্ণাঙ্গ ধারণা দেয়া হবে।
এতে প্রশিক্ষণ দেবেন আল্লামা মুফতি মিযানুর রহমান সাঈদ।
মারকায মিলনায়তন অনুষ্ঠিত প্রশিক্ষণের ভর্তি নেয়া হবে ২৯ শা’বান থেকে ১ রমজান পর্যন্ত।
প্রশিক্ষণ শুরু হবে ১ রমজান থেকে। চলবে ১০ রমজান পর্যন্ত। ভর্তি ফি মাত্র ১০০ টাকা। থাকা খাওয়া ফ্রি।
কোর্সের বৈশিষ্ট: প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর তত্বাবধানে পরিকল্পিত নেসাবের আলোকে অতি সহজ পদ্ধতিতে ইজরা ও অনুশীলনসহ বিষয়ভিত্তিক প্রশিক্ষণের সুব্যবস্থা থাকবে।
ভর্তির নিয়ামাবলী: প্রত্যেক প্রশিক্ষণার্থীকে সর্ব প্রকার ঝামেলামুক্ত হয়ে, পূর্ণ কোর্স সম্পন্ন করার দৃঢ় মনোভাব নিয়ে আবাসিক থাকার প্রয়োজনীয় আসবাবপত্রসহ আসতে হবে। কোর্স চলাকালীন কাউকে ছুটি দেওয়া হবে না।
ভর্তির যোগ্যতা: সর্ব নিম্ন হেদায়া-জালালাইন জামাত উত্তীর্ণ আগ্রহী প্রশিক্ষণার্থীকে নির্ধারিত সময়ের ভেতরে ভর্তি হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে।
আহ্বানে, আল্লামা মুফতি মিযানুর রহমান সাঈদ। প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান মুফতি -
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা।
সার্বিক যোগাযোগ: মুফতি মুহাম্মদ তৈয়্যব। 01715-405963