আওয়ার ইসলাম: আগামী ৭ মে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের কেন্দ্রীয় আমেলার বৈঠক আহবান করা হয়েছে। চট্টগ্রামের মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
আল্লামা আহমদ শফীর অংশগ্রহণ নিশ্চিত করতেই হাটহাজারীতে এ বৈঠক আহবান করা হয়েছে বলে জানিয়েছে বেফাকসূত্র।
সোমবারের এ বৈঠকে আল্লামা আহমদ শফীর সভাপতিত্বে একত্র হবেন নবগঠিত আমেলার সদস্যগণ।
ইতোমধ্যে আমেলার সব সদস্যের কাছে আমন্ত্রণপত্র পৌঁছানো হয়েছে।
বৈঠকে গত কাউন্সিলের রিপোর্ট পেশ ও পর্যালোচনা, সদ্য সমাপ্ত বেফাক পরীক্ষা ও তার ফলাফল পর্যালোচনা, নতুন শিক্ষাবর্ষের কর্মপদ্ধতিসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।
বেফাক মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এটি একটি নিয়মতান্ত্রিক কাউন্সিল। বিশেষ কোনো এজেন্ডা নেই।
তবে আমেলার অবশিষ্ট পদগুলো এ বৈঠকে পূর্ণ করা হবে বলে তিনি নিশ্চিত করেন।
সমঝোতার চেষ্টা তাবলীগের দুই পক্ষকে; কাকরাইলে জুমা পড়ালেন মাওলানা যুবায়ের
-আরআর