আওয়ার ইসলাম: সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজীজ মধ্যপ্রাচ্যে ইরানের হস্তক্ষেপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করার আহবান জানিয়েছেন। মরক্কোর বাদশাহ মোহাম্মেদ ভি’র সঙ্গে এক ফোনালাপে এ বিষয়ে ঐক্যবদ্ধ হন দুদেশের এ শীর্ষ নেতা।
সৌদি বাদশাহ বলেন, সৌদি সরকার ও মরক্কোর জনগণ ইরানের পক্ষ থেকে যথেষ্ট হুমকির সম্মুখীন। সৌদি আরব ভাতৃপ্রতীম দেশ মরক্কোর নিরাপত্তা, ঐক্য এবং স্থিতিশীলতার ওপর আচড় লাগতে দেবে না।
এসময় এ দুই শীর্ষ নেতা মধ্যপ্রাচ্যে ইরানের হস্তক্ষেপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার প্রতি একমত পোষণ করেন।
উল্লেখ্য, গত তিন দিন আগে মরক্কো ইরানের প্রতি তার দেশে চরমপন্থী সংগঠনকে সহায়তার অভিযোগ এনে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। সৌদি আরবসহ কয়েকটি দেশ এসময় মরক্কোর এ উদ্যোগকে সমর্থন করে।
টিএ/ সূত্র: আল আরাবিয়া
‘সৌদি বাদশাহকে বলেছি, বাংলাদেশ কোনো যুদ্ধে অংশ নেবে না’