সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


নাপাক কাপড় কি তিনবার ধোয়া আবশ্যক?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাপাক কাপড় কি তিনবারই ধৌত করতে হবে নাকি এর কম ধৌত করলেও চলবে? এমন প্রশ্ন আছে আমাদের অনেকেরই মনে।

আমাদের এ প্রশ্নের উত্তর খুঝতে গিয়ে দুররুল মুখতার, ১/৫৩৬, খুলালাতুল ফাতাওয়া: ১/৪০, ফাতাওয়ায়ে তাতারখানিয়া: ১/২২৯, ফাতাওয়ায়ে হিন্দিয়া: ১/৯৬, আল-মুহিতুল বুরহানি: ১/২২০, বাহরুর রায়েক: ১/৩০৯ সুত্রে জানা যায়, তিনবার নাপাক কাপড় ধোয়া আবশ্যক নয়।

নাপাক কাপড় একবার ধৌত করার পর যদি প্রবল ধারণা হয় নাপাকী দূর হয়েগেছ।তাহলে একবার ধোয়ার ফলেই যথেষ্ট হবে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ