শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

ঢাকা ভাটারার দারুস সুফফা মাদরাসার শিক্ষা সমাপনী আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: হাজি সূর্যত আলী মাদরাসা দারুস সুফফা ভাটারা ঢাকা মাদরাসার শিক্ষা সমাপনী আজ।

আজ মঙ্গলবার বাদ আসর গুলশানের ভাটারা থানার বোদঘাট  এলাকায় অবস্থিত  বায়তুল বায়তুল কদর জামে মসজিদ সংলগ্ন হাজি সূর্যত আলী দারুস সুফফা মাদরাসার শিক্ষা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মসজিদের খতিব ও মাদরাসার প্রিন্সিপাল মুফতি হুমায়ুন আইয়ুবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ শিক্ষা সমাপনী অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন দারুল হাদিস মাদরাসার শাইখুল হাদিস আল্লামা আবদুস সামাদ। এছাড়াও এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাদরাসা ও মসজিদের মুতাওয়াল্লি আলহাজ আইয়ুব আলি, ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ আবদুল কুদ্দুস, সেক্রেটারি জেনারেল হাজি ইসমাইলসহ অন্যান্য ব্যক্তিবর্গ ।

মসজিদের ইমাম মাওলানা গিয়াসুদ্দিন বলেন, প্রতিবছরের মত এবারো আমাদের হিফজ বিভাগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করা হবে। বিভিন্ন বিষয়ে উত্তীর্ণদের মাঝে পুরস্কার প্রদান করা হবে।

মসজিদের খতিব ও মাদরাসার প্রিন্সিপাল মুফতি হুমায়ুন আইয়ুব বলেন, উন্নত পাঠদান পদ্ধতি অভিযাত পরিবেশ ও কুরআন সুন্নাহর মানষে ব্যাক্তি গঠনে আমাদের প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে।

শিশুদের জন্য আলাদা পাঠদান পদ্ধতি। বের্তাঘাত না করে আনন্দঘন পরিবেশে পড়াশোনা করিয়ে থাকে আমাদের মাদরাসা।

আপনাদের বাচ্চাদের পড়াশোনা ও বেড়ে ওঠার নিরাপদ পরিবেশ আমাদের মাদরাসা ।

নুরানি মক্তব, আন্তর্জাতিক মানের হিফজ বিভাগের ব্যবস্থা রয়েছে আমাদের মাদরাসায়। সাথে প্রাথমিক শিক্ষারও সুব্যবস্থা রয়েছে বলে জানান মুফতি হুমায়ুন আইয়ুব।

ভর্তির জন্য যোগাযোগ করুন- ০১৯২৪-০০৪৪৮৩, ০২৮৪১-৩৭৫২৯৯


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ