আওয়ার ইসলাম: আজ সোমবার সকালে আফগানিস্তানের রাজধানী কাবুলে পর পর দু’টি বোমা বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত ও ৪৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বার্তা সংস্থা এএফপির প্রধান ফটোগ্রাফারসহ ছয় সাংবাদিক রয়েছেন।
রাজধানী কাবুলের শাশদারাক এলাকায় মোটরসাইকেলের সাহায্যে প্রথম বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এটি আত্মঘাতী হামলা ছিল বলে কোনো কোনো সূত্র জানিয়েছে। এতে বেশ কয়েকজন হতাহত হন।
প্রথম বিস্ফোরণের পর ঘটনাস্থলে সাধারণ মানুষ ও সাংবাদিকরা জড়ো হলে দ্বিতীয় বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় ছয় সাংবাদিকসহ বহু মানুষ প্রাণ হারান।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তাদের প্রধান চিত্রগ্রাহক শাহ মারাই এই বিস্ফোরণে নিহত হয়েছেন। সাংবাদিকদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে বলে বার্তা সংস্থাটি দাবি করেছে।
কাবুলের শাশাদারাক এলাকায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবন রয়েছে। এর মধ্যে রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়,গোয়েন্দা বিভাগ এবং ন্যাটোর ভবন।
এইচজে