সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


সমুদ্রে আটকে পড়া ভারতীয় জাহাজ উদ্ধার করল পাকিস্তান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: পাকিস্তানের নৌবাহিনী ভারতের মাছ ধরা একটি জাহাজকে বড় ধরনের বিপদ থেকে উদ্ধার করেছে।জাহাজে থাকা সব নাবিক কর্মচারিকেও উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে।

পাক নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ইঞ্জিন নষ্ট হওয়ায় ভারতীয় মাছ শিকারী জাহাজ এসটি মার্চ সাগরের মাঝে পানির স্রোতে ভেসে যাচ্ছিল। আর এ জাহাজের সহযোগিতার জন্য ভারতের অন্য কোন জাহাজও আসছিলো না।

জাহাজের নাবিকসহ ১২ জন ক্ষুধা পিপাসায় ভুগছিলেন। তাদের অবস্থা ছিল আশংকাজনক। এ পরিস্থিতি দেখে পাকিস্তানের উদ্ধারকারী জাহাজ আলমগির মানবতার সেবায় ছুটে যায়।

উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে গিয়ে প্রথমে জাহাজে থাকা মানুষের জরুরী সেবা প্রদান করে। অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করে। পরে আলমগিরের ইঞ্জিনিয়ার টিম ভারতীয় জাহাজের টেকনিক্যালি সমস্যা সমাধানে কাজ করে। তখন ভারতীয় জাহাজের সবাই ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে উদ্ধারকারীদের কৃতজ্ঞতা জানায়।

সূত্র: এক্সপ্রেস নিউজ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ