সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


অপশক্তির বিরুদ্ধে যুবকদের ভূমিকা পালন করতে হবে, সিলেট যুব জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা শাখার উদ্যোগে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আদর্শে অনুপ্রাণিত হয়ে বালাগঞ্জ উপজেলার একঝাঁক তুরণ যুবক সিলেট জেলা যুব জমিয়তে যোগদান করেছে।

তাদের যোগদান উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান ২৯ এপ্রিল রোববার বিকালে নগরীর ধোপাদিঘির পূর্বপারের আল ফালাহ টাওয়ারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা ওলিউর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সল আহমদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা আসরারুল হক, সহ সাধারণ সম্পাদক মাওলানা নুর আহমদ কাসেমী, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ সালিম কাসেমী।

ওসমানী নগর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসাইন, বালাগঞ্জ উপজেলা জমিয়তের সদস্য সচিব রোটারিয়ান বদরুল আলম, জমিয়ত নেতা মাওলানা আব্দুন নূর মোস্তফা।

জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলীর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর জমিয়তের সহ প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মহানগর যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার, হাফিজ আলী হোসাইন, জেলা যুব জমিয়তে অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন খান, যুব নেতা শিহাব উদ্দিন খান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান বলেন, দেশে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। মুসলমানদের নাম নিশানা মিটাতে ইহুদী-নাসারারা কোমর বেধে নেমেছে। এদের ব্যাপারে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

তিনি বলেন, ইসলাম বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যোগদানকারী যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে আপনারা বাংলার প্রতিটি ঘরে ঘরে দ্বীনের দাওয়াতী কাজ বাঁধা-বিপত্তিকে উপেক্ষা করে হিকমতের সাথে চালিয়ে যেতে হবে। আমাদের সফলতা আসবেই ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দের হাতে হাফিজ মোঃ জহির মাসুদ, হাফিজ মোঃ আলী হুসাইন, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন, হাফিজ মুহাম্মদ আরিফ হুসাইন, হাফিজ মুহাম্মদ ফরহাদ আহমদ, মুহাম্মদ মামুনুর রশীদ, মুহাম্মদ এনামুল হক, মুহাম্মদ উজ্জল আহমদ মুহাম্মদ শিপু আহমদ ও মুহাম্মদ জয়নাল আহমদ ফুলের তোড়া দিয়ে সিলেট জেলা যুব জমিয়তে আনুষ্ঠানিক যোগদান করেন।

আরো পড়ুন- ‘কাকরাইলে যা ঘটছে তা খুবই দুঃখজনক ও বেদনাদায়ক’


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ