এম মইনুল এহসান, ভোলা থেকে: বরিশালের ভোলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেলেও আগুন থেকে রক্ষা পেয়েছে পবিত্র কুরআনের পাতা ।
শতাধিক দোকান ভষ্মিভুত হলেও পুরে যায়নি কুরআনের পাতা । আজ দুপুরে আগুনে পোড়া এলাকা পরিষ্কার করতে গেলে বেরিয়ে আসে এমন দৃশ্য ।
এ নিয়ে ভোলাতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্ট হয়েছে । অনেকেই ভিড় জমাচ্ছে আগুন থেকে রক্ষা পাওয়া কুরআনের পান্ডুলিপিটি দেখতে ।
শুক্রবার রাতে ভোলা শহরের মনোহারী পট্রি, চকবাজার খালপাড়ে আগুন লাগলে, ক্ষয়ক্ষতি হয় কোটি কোটি টাকার। শতাধিক দোকানের কিছুই অবশিষ্ট থাকে নি। আগুন নিয়ন্ত্রনে আনতে সময় লাগে ৫ ঘন্টা ।
সারেজমিনে গিয়ে দেখা যায়, এলাকার এক সঙ্গে থাকা সবগুলি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায় স্থানীয়রা।
আরো পড়ুন- আজারবাইজানে বিশ্বের ক্ষুদ্রতম কুরআনের পদর্শনী