আবদুল্লাহ তামিম: মিশরের দক্ষিণাঞ্চলীয় আসওয়ানে প্রত্নতাত্ত্বিকরা রোমান সম্রাট মারকাস অরেলিয়াসের একটি মূর্তি খুঁজে পেয়েছে। প্রায় দু্ই হাজার বছর পুরানো রোমান চিহ্ন বলে দাবি করেন তারা।
এন্টিকুইটিস মন্ত্রণালয় রোববার ভূগর্ভস্থ ওমো মন্দিরের মধ্যে পাওয়া যায় এ মুর্তি। প্রত্নতাত্ত্বিকেরা লুক্সোর শহরে কর্ণাকের প্রাচীন মন্দিরের অভ্যন্তরে জিনিসপত্র মুর্তি খুঁজে পেয়েছে।
তারা বলেন, নতুন আবিস্কারগুলি রোমান সম্রাজ্যের প্রতীক।মিশর আশা করে, এই ধরনের আবিষ্কার পর্যটকদের অনুপ্রাণিত করবে।
সূত্র: আরব নিউজ
আরো পড়ুন- ২০১৮ সালে সৌদি আরবে ৪৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর