সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


তসলিমা নাসরিনের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় ৫৭ ধারায় মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শাহজাহানপুর থানায় বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ধারায় মামলা করা হয়েছে।‘ধর্ষকের কাছে নারীর কোনো ধর্ম নেই’ শিরোনামে লেখা একটি কলামকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে এ মামলা করা হয়।

রাজারবাগ দরবার শরিফের মুখপত্র দৈনিক আল বাইয়িনাত পত্রিকার সম্পাদক মো. মাহবুব আলম বাদি হয়ে করা এ মামলার নাম্বার-৩৬।মামলায় তসলিমা নাসরিন ছাড়াও আরো তিনজনকে আসামী করা হয়েছে।বাকি তিনজন হলেন, অনলাইন পোর্টাল ‘উইমেন চ্যাপ্টার’ সম্পাদক সুপ্রীতি ধর, সুস্মিতা শিমসি ও লীনা হক।

মামলার বিষয়ে শাহজাহানপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম মোল্লা বলেন, আদালতের নির্দেশে তিনি এ মামলার এজহার গ্রহণ করেছেন।পুলিশের কাছে বিষয়টি বর্তমানে তদন্তাধীন।উল্লেখ, গত ১৮ই এপ্রিল বাদী শাহজাহানপুর থানায় মামলা দায়েরের জন্য গেলে পুলিশ তা গ্রহণ না করে আদালতে যাওয়ার পরামর্শ দেন।

কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ