আওয়ার ইসলাম: শাহজাহানপুর থানায় বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ধারায় মামলা করা হয়েছে।‘ধর্ষকের কাছে নারীর কোনো ধর্ম নেই’ শিরোনামে লেখা একটি কলামকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে এ মামলা করা হয়।
রাজারবাগ দরবার শরিফের মুখপত্র দৈনিক আল বাইয়িনাত পত্রিকার সম্পাদক মো. মাহবুব আলম বাদি হয়ে করা এ মামলার নাম্বার-৩৬।মামলায় তসলিমা নাসরিন ছাড়াও আরো তিনজনকে আসামী করা হয়েছে।বাকি তিনজন হলেন, অনলাইন পোর্টাল ‘উইমেন চ্যাপ্টার’ সম্পাদক সুপ্রীতি ধর, সুস্মিতা শিমসি ও লীনা হক।
মামলার বিষয়ে শাহজাহানপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম মোল্লা বলেন, আদালতের নির্দেশে তিনি এ মামলার এজহার গ্রহণ করেছেন।পুলিশের কাছে বিষয়টি বর্তমানে তদন্তাধীন।উল্লেখ, গত ১৮ই এপ্রিল বাদী শাহজাহানপুর থানায় মামলা দায়েরের জন্য গেলে পুলিশ তা গ্রহণ না করে আদালতে যাওয়ার পরামর্শ দেন।
কেএল