সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


টায়ার ফেটে অর্ধশত যাত্রী নিয়ে বাস খাদে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোরের বাঘারপাড়ায় টায়ার ফেটে অর্ধশত যাত্রী নিয়ে খাদে পড়েছে একটি বাস। এতে বাসের হেলপার রাজু হোসেন (৩৪) নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। শুক্রবার দুপুরের যশোর-নড়াইল সড়কের করিমপুর মাধ্যামিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে সাতজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালে ভর্তিরা হলেন- গাড়ির সুপারভাইজার তুলারামপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রাজু আহম্মদ (৩০), বাসের যাত্রী যশোর সদরের বালিয়াডাঙ্গা গ্রামের মোমিনের ছেলে মাহবুবু (৫০), তার স্ত্রী আলেয়া বেগম (৪০), বাঘারপাড়া উপজেলার দোহাকুলা গ্রামের জলিলের স্ত্রী আঞ্জুরা খাতুন (৩০), একই গ্রামের রুব্বা (৪), অজ্ঞাত নারী (৩০) ও ঢাকার কেরানিগঞ্জের ধীরঞ্জনের ছেলে সাধন কুমার (৪০)।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কল্লোল কুমার সাহা জানান, সড়ক দুর্ঘটনায় সাতজনকে হাসপাতালে ভর্তি হয়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।

এদিকে দুর্ঘটনার পর যশোর-নড়াইল সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পৌনে এক ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরিবহন শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে ছেড়ে (নারায়ণগঞ্জ ব-০৪-০০৪৮) বাসটি প্রায় ৫০ জন যাত্রী নিয়ে নড়াইল যাচ্ছিল। করিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বাসের সামনের বাম পাশের চাকার টায়ার ফেটে যায়। এ সময় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি রাস্তার পাশের মেহগুনি গাছে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে গাড়ির হেলপার রাজু হোসেন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে বাঘারপাড়া থানা, হাইওয়ে ফাঁড়ি ও নড়াইলের তুলারামপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের মধ্যে সাতজনকে উদ্ধার যশোর জেনারেল হাসপাতালে এবং বাকিদের নড়াইল জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

বাঘারপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) নিয়ামুল ইসলাম জানান, বাসের চালকের সন্ধান পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে আছে।

আরো পড়ুন- মৃত্যুদণ্ড বাদ দিতে চায় সৌদি ক্রাউন প্রিন্স


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ