ওমর ফাইয়ায: ইসলামে নিয়তের গুরুত্বের কথা আমরা সবাই জানি। নিয়তের বিশুদ্ধতার উপর নির্ভর করে কাজের গ্রহণযোগ্যতা। নিয়ত শুদ্ধ না হলে আমল বাতিল হয়ে যায়।
নিয়ত অর্থ কোনো কাজের দৃঢ় ইচ্ছা পোষণ। ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে খুশি করার নিয়ত যখন থাকে তখনই ইবাদত বিশুদ্ধ হয়। মাকবুল হয়। যদি কারো নিয়ত হয় দুনিয়ার কোনো লাভ বা ক্ষতি থেকে বাঁচা, অথবা মানুষের প্রশংসা অর্জনের, তার ইবাদত কবুল হবে না। যত বেশি ইবাদতই সে করুক তা বাতিল হয়ে যাবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, নিশ্চয়ই সব আমল নিয়তের উপর নির্ভরশীল। একজন মানুষ যেমন নিয়ত করে তেমন প্রতিদানই আল্লাহর কাছে পায়।
সূত্র: বুখারী ও মুসলিম