সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


অল্পের জন্য বেঁচে গেলেন রাহুল গান্ধী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 আওয়ার ইসলাম: বিমান বাঁ দিকে ঝুঁকে গেছে। প্রায় চার-পাঁচশ’ ফুট হু হু করে নেমে এসেছে। কাজ করছে না অটো-পাইলট। কর্ণাটকের হুবলি বিমানবন্দরে চেষ্টা করেও নামানো যাচ্ছে না।

আজ শুক্রবার সকালে একটি ছোট ফ্যালকন জেটে এমন ঘটনা ঘটেছে। ওই বিমানটির অন্যতম যাত্রী ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি  শেষ পর্যন্ত নির্বিঘ্নেই দিল্লি থেকে কর্ণাটকে পৌঁছেছেন।

কংগ্রেস সভাপতিকে বহন করা বিমানে এমন গুরুতর যান্ত্রিক বিভ্রাটের খবর সামনে আসার পরই শোরগোল পড়েছে দেশজুড়ে। এই গোলযোগ ‘পরিকল্পিত’ কিনা, তা খতিয়ে দেখার দাবি তুলেছে কংগ্রেস।

দলীয় সূত্রের দাবি, ঘটনার পরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যোগাযোগ করা হয়েছে। রাহুলের সঙ্গে কথা বলেছেন খোদ নরেন্দ্র মোদি।

আজ সকালে তিনবারের চেষ্টায় হুবলিতে নামে বিমানটি। সেটিতে কংগ্রেস সভাপতিসহ পাঁচজন ছিলেন।

বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর (ডিজিসিএ) জানিয়েছে, ‘অটো-পাইলট’ ব্যবস্থায় সমস্যা হওয়ায় ‘ম্যানুয়াল’ মোডে নিরাপদ অবতরণ করেছেন পাইলট। এই ধরনের ঘটনা ‘অস্বাভাবিক নয়’। কিন্তু সন্তুষ্ট নয় কংগ্রেস।

দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, বিশেষ বাহিনীর স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) নিরাপত্তা পাওয়া কোনো ব্যক্তিকে নিয়ে উড়বার আগে পাইলট এবং বিমান সংক্রান্ত বিস্তারিত তথ্য জমা দেয়া হয় ডিজিসিএ এবং এসপিজির কাছে।

তারা ছাড়পত্র দিলেই উড়ানোর পরিকল্পনা চূড়ান্ত হয়। আমাদের আশা, কর্ণাটক পুলিশ এবং ডিজিসিএ-র ডিজিরা তদন্ত করে জানাবেন, এই ঘটনায় কোনো ব্যক্তির হাত ছিল কিনা।

টিএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ