সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


ময়মনসিংহে শিক্ষা ও জীবনের ভাবনা সময়ের চাহিদা শীর্ষক আলোচনা আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ : কওমি শিক্ষার্থীদের আসন্ন ছুটি উপলক্ষ্যে ‘শিক্ষা ও জীবনের ভাবনা সময়ের চাহিদা’ দিনব্যাপী মুক্ত আলোচনা বৈঠকের আয়োজন করেছে শিকড় সাহিত্য মাহফিল।

২৬ এপ্রিল বৃহস্পতিবার ময়মনসিংহ শহরের সুফফা ইসলামিক ইনস্টিটিউটে আলোচনা এ সভা অনুষ্ঠিত হবে।

সকাল ১০টায় শুরু হয়ে বিশেষ আলোচনা সভাটি সন্ধ্যা ৬টায় শেষ হওয়ার কথা রয়েছে।

চিন্তাবিদ আলেম ও লেখক লাবীব আব্দুল্লাহ, লেখক ও সংগঠক আমীর ইবনে আহমদ, লেখক ও সাংবাদিক আলী হাসান তৈয়ব, কবি ও গল্পকার সাইফ সিরাজসহ লেখক, সাহিত্যিক ও সংস্কৃতি কর্মীগণ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন।

তারা সময়ের গুরুত্ব ও জীবনের লক্ষ্য, ছুটির পরিকল্পনা, আলেমের বর্ণাঢ্য জীবন, সুন্দর বলা, সুন্দর লেখা, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, প্রতিকূল জীবনের আশাবাদ ও আলেমের অর্থনৈতিক স্বনির্ভরতা বিষয়ে আলোচনা করবেন।

শিকড় সাহিত্য মাহফিল ছাড়াও অনুষ্ঠানের আয়োজন সহযোগী হিসেবে রয়েছে আল বায়ান এরাবিক লার্নিং সেন্টার, মা’হাদুল দাওয়াহ আল ইসলামিয়া বাংলাদেশ ও আল মিছবাহ ছাত্র পাঠাগার।

-আরআর/ আরো পড়ুন-  ২৫ বছরে নৃশংসভাবে ১ কোটি ২৫ লাখ মুসলমান হত্যা!


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ