আওয়ার ইসলাম: আগামী ১৫মে খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সাধারণত সেনা মোতায়েন করা হয় না। এবারও হবে না।
দুই সিটি নির্বাচনের আগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে হেলালুদ্দীন আহমদ এসবকথা বলেন।
তিনি জানান, সেনা মোতায়েন না হলেও পর্যাপ্তসংখ্যক নিয়মিত বাহিনীর (পুলিশ, র্যাব, বিজিবি, আনসার) সদস্য থাকবেন।
সিইসির সভাপতিত্বে বৈঠকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, মোহাম্মদ হেলাললুদ্দীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কেএল