আওয়ার ইসলাম: সুস্থ সংস্কৃতি চর্চার বিকাশে কাজ শুরু করা ‘কাতিব টিভি’ ২০ হাজার সাবস্ক্রাইব পেরিয়েছে।
এ উপলক্ষে কাতিব টিভিএকটি ‘সেলিব্রেশন চিরোমনি’র আয়োজন করেছিল। সাবস্ক্রাইবাররা যেখানে তাদের অভিনন্দন জানিয়েছেন।
বিশ্বজুড়ে ইসলামি সংস্কৃতিপ্রেমীদের মুহূর্তের সঙ্গী হয়ে উঠার মানসে ২০১৫ সালে পথ চলা শুরু করে ইউটিউব চ্যানেলটি।
নিয়মিত ইসলামি কন্টেন্টের মাধ্যমে সারাবিশ্বে দীনের আলো ছড়িয়ে দিতে চায় কাতিব টিভি।
কাতিব টিভির সিইও মাওলানা ইনাম বিন সিদ্দিক। সহযোগী হিসেবে রয়েছেন ইবাদ বিন সিদ্দিক, মুহাম্মাদ রাইহান, শাহ আনহার ইসলাম, হাম্মাদ তাহমীম, মামুন মাসুম, সাকিব আশরাফ ও হাবিব মিলাদ।
সিলেটের উদ্দমী একদল তরুণের এ প্লাটফরম থেকে আগামীতে আসবে আকর্ষণীয় নানারকম ইসলামি অনুষ্ঠান, আলোচনা ও লাইভ প্রোগ্রাম।
এ ব্যাপারে ইবাদ বিন সিদ্দিক আওয়ার ইসলামকে জানান, পহেলা বৈশাখের আগের রাতে কাতিব টিভি'র আয়োজনে 'আমাদের সংস্কৃতি' নামে একটি লাইভ টকশো'র আয়োজন করে। যেখানে লাইভ কলিং এর ব্যবস্থাও ছিলো। এ নামে নিয়মিত লাইভ শো হবে। পবিত্র রমজানেও ব্রডকাস্ট হবে বিষয়ভিত্তিক আলোচনার লাইভ অনুষ্ঠান 'আমার রোজা'।
ইউটিউবে যারা ইসলামি কন্টেন্ট পেতে চান এবং ইসলামি আলোচনা, সঙ্গীত শুনতে পছন্দ করেন তারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটিতে। লিংক katib tv
-আরআর