আওয়ার ইসলাম: ভারতের নরেন্দ্র মোদির বিজেপি সরকার মুসলিমদের জন্য কী কী কাজ করেছে তা প্রচার করবে আরএসএস। আর এ জন্য তারা রমজান মাসকে চেছে নেবে বলে জানা গেছে।
আর এসএস জানায়, তিন তালাক বিল, হজ যাত্রা সহজকরণ, মুসলিম ছাত্রদের জন্য ছাত্রবৃত্তি চালু ইত্যাদি নানা বিষয় তুলে ধরা হবে প্রচারণায়।
যদিও এসব নিয়ে সেখানকার মুসলিমদের তীব্র আপত্তি আছে এবং তাদের মতে অধিকাংশ আইন করা হয়েছে ইসলামের বিপক্ষে।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) রমাজনের পবিত্র মাসে ইফতার পার্টির আয়োজন করে এইসব কাজের প্রচার করবে বলে জানিয়েছে কলকাতার পত্রিকা টিডিএন।
হিসেব অনুযায়ী চলতি বছর ১৬ অথবা ১৭ মে থেকে শুরু হবে রমজান মাস। ২০১৯ লোকসভা নির্বাচনের দিকে লক্ষ্য করে এই মাস বিজেপির কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
জানা যায়, মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের পক্ষ থেকে রমজান মাসে দেশের বিভিন্ন জায়গায় ইফতার পার্টির আয়োজন করা হবে। এই ইফতার পার্টিগুলিতে বিজেপি মন্ত্রী, সাংসদ ও বিধায়কদেরও দেখা যাবে। মঞ্চের অধ্যক্ষ ইন্দ্রেশ কুমারও এই ইফতার পার্টিগুলিতে যোগ দেবেন।
মেয়েকে শালীন জীবনে রাখতে চান শাহরুখ খান
-আরআর